Dr. Munir Ahmed
Country Director
Orbis International, Bangladesh Country Office

DRডাঃ মুনীর আহমেদ
কান্ট্রি ডিরেক্টর
অরবিস ইন্টারন্যাশনাল

চক্ষু সেবায় নিয়োজিত
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার (আইএনজিও) ফোরাম

বাণী

বিশ্ব দৃষ্টি দিবস ২০১৪ উদযাপন উপলক্ষ্যে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হচ্ছে জেনে আমি আনন্দিত। চোখের যতœ ও চিকিৎসায় গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি এই ক্রোড়পত্র দেশে চক্ষু চিকিৎসা-সেবায় নিয়োজিত সরকারি ও বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমের সংক্ষিপ্ত রূপরেখা সংশ্লিষ্ট সকলকে অবগত করবে বলে আমার বিশ্বাস।

এবার বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘আর নয় অকারণ অন্ধত্ব’। বাংলাদেশে অন্ধত্বের শিকার মানুষের মধ্যে ৮০ ভাগই নিবারণযোগ্য। চিকিৎসার মাধ্যমে সহজেই তাদের চোখের আলো ফিরিয়ে দেওয়া সম্ভব। এই পরিহারযোগ্য অন্ধত্ব নিরসনে ভিশন ২০২০ অর্জনের জন্য সরকারের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো (আইএনজিও) দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একাগ্রতা ও সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সব ধরণের পরিহারযোগ্য অন্ধত্ব নিরসনে আগামিতেও আইএনজিও ফোরামের সদস্য সংস্থাগুলো সরকার এবং চক্ষু সেবায় নিয়োজিত সকল সহযোগী সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করে যাবে।

আমি বিশ্ব দৃষ্টি দিবস – ২০১৪ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।