Dr. Abu Raihan
Asia Program Director
Orbis International, Bangladesh Country Office

ARডাঃ আবু রায়হান
এশিয়া প্রোগ্রাম ডিরেক্টর
অরবিস ইন্টারন্যাশনাল
এবং
কো-চেয়ার, সাউথ-ইস্ট এশিয়া রিজিয়ন
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দি প্রিভেনশন অব ব্লাইন্ডনেস

শুভেচ্ছা বাণী

বিশ্ব দৃষ্টি দিবস আমাদেরকে শুধুমাত্র দৃষ্টির প্রয়োজনীয়তার কথাই স্মরণ করিয়ে দেয়না, স্বপ্ন দেখাতেও শেখায়। সচেতন সমাজ স্বপ্ন নির্ভর; সে স্বপ্ন শিক্ষা, উন্নয়ন ও মানব সভ্যতা বিকাশের। একটি সচেতন সমাজ ব্যবস্থাই পারে স্বপ্নের প্রসার ঘটাতে।

দৃষ্টি সবার অধিকার। অধিকার সচেতন সমাজ অগ্রসরমান সমাজেরই প্রতিফলন। আমাদের আজকের অঙ্গীকার হোক : আর নয় নিবারণযোগ্য অন্ধত্ব, আর নয় শিশু অন্ধত্ব, আর নয় ডায়াবেটিস জনিত অন্ধত্ব। একটু সচেতনতাই পারে অন্ধত্ব পরিহার করতে, সমৃদ্ধশালী দেশ ও জাতি গড়তে।

আমি বাংলাদেশ ন্যাশনাল আই কেয়ারের সফল উদ্যোগের শুভ কামনা করছি। বাংলাদেশ অন্ধত্ব মুক্ত হোক।